পারি নি ফিরায়ে তারে আনতে।
লিখেছেন লিখেছেন আমীর আজম ১১ মে, ২০১৬, ০১:৪৬:২৩ রাত
কিছু প্রত্যাশা :
.
- বাংলাদেশে কি একজন মার্টিন লুথার কিং আসবে না ?
- বাংলাদেশে কি একজন জর্জ ওয়াশিংটন আসবে না ?
- বাংলাদেশে কি একজন আব্রাহাম লিংকন আসবে না ?
- বাংলাদেশে কি একজন নেলসন মেন্ডেলা আসবে না।
- বাংলাদেশে কি একজন মাহাথির মোহাম্মাদ আসবে না।
.
যার একার নেতৃত্ব একটি জাতির সমৃদ্ধির জন্য যথেষ্ট।
.
হয়তো এসেছিল । কিন্তু তাকে চিনতে পারি নি। মাঝ পথেই আটকে দিয়েছি তার পথ চলা । আবার ফিরে চলে গেছে।
.
সে যে এসেছিল, বাতাস তো বলেনি
হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি,
আমি এ আঁধারে চিনিতে যে পারি নি
পারি নি ফিরায়ে তারে আনতে ।।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(সা এর কথা না হয় বাদ ই দিলাম,কিন্তু
ওমর (রা বা চার খলিফার একজন কে ও আপনার
মনে ধরল না!!!
মন্তব্য করতে লগইন করুন